ব্যথার মাঝে ঘুমিয়ে পড়েন
লেনার্ড কোহেন নাম।
-Rohan Hassan
গান ক্যাফে
“মনের কোনে ক্লান্ত ক্যাফে
লেনার্ড কোহেন এর গান শুনে
নভেম্বর ও হাঁফিয়ে ওঠে
ডিসেম্বর এর দিন গুনে।
রাতের চাদর আঁকড়ে ধরি
তোমার শরীর সব বোঝে
অ্যাটলাস এ তোমার আঙ্গুল রেখে
নাবিক যে তার পথ খোঁজে।
বন্দরে আজ জাহাজ শান্ত
রাতের আকাশ মদের ঠেকে,
বিকেলের ছাদ ঘুমিয়ে আছে
লেনার্ড যখন কবিতা লেখে।
আমার আকাশ, তোমার আকাশ
মিলে মিশে একসাথে
পকেটে মেঘের খুচরো রাখি
তারার ধুলো ফুটপাথে।
তিনিও নাকি প্রেম করেছেন
চাঁদ কেটেছেন ব্লেড দিয়ে
গলার স্বরে তুফান ওঠে
তুফান থামান গান দিয়ে।
মন ও নাকি খারাপ হয়
শীতকালও নাকি রাগ করে
কোহেন এর নাম প্ল্যাটফর্ম এ লেখা
সুইসাইড ও তার নাম জানে।
নদীর স্রোতে ভাসে পালক
রাতের ও নাকি বাঁধ ভাঙে
কবিতারা নাকি আজও মাতাল
লেনার্ড কোহেন এর নাম ধরে।
-Sayan Aich