আজি এ বসন্তে ১৪২৬
বাড়ির দাওয়ায় হলদে পলাশ গাছ,
মুখপোড়া কোকিলটা পাগলের মতো ডাকছে।
ও আহমদের মা, ছেলেটা ফিরলো নাকি…
ছেলেটা ফিরলো নাকি…ও আহমদের মা…
আহমদের মা ,
টিভির ট্রাকউপচানো
ভিড়ে খুঁজছে ছেলেকে…
কৃষ্ণচূড়া গাছ লালে লাল।
তবু বসন্ত এলো কই!
সামাজিক দূরত্ব
হাতে হাত ধরো – মনে মনে।
এত কাল তো হাতে হাত
দিয়েই …
এত কাল তো হাতে হাত
দিয়েই …
ছল করেছি মিথ্যে হেসে,
আজকে –
আজকে না হয়
হাত সরিয়ে
হাত সরিয়ে
সত্যি দেখি
তোমার আমার ব্যবধানে!
Fashion Statement
Now a days I have grown so brazen that I flaunt my shamelessness like a costly Abu Jani-Sandip Khosla costume.
The storm -ravaged dilapidated mansion looks like a signature Satyajit Ray setting!
How perfect!
On a riverine street of Kolkata
the black and white reflection of a tree is excitingly a Cartier Bresson shot! কত মৃত, কত ভাসমান – সে তো সংখ্যার সাংখ্য দর্শন, –
মিডিয়ার ফ্রেমে সুন্দর! রঙিন।উফ!আহা! On the newspaper, the picture of a minibus halved by a crashing tree, –any less than an Anish Kapoor installation!
I surf the channels on my handheld canoe.
From one uninhibited mobile phone to another the virus spreads like the dank stench of the flood-molested harvest rotting on the fields.
I try to keep up with the beat of the super cyclone.
I write poems.
জানি তার একটা অর্থ আছে।
এ ও জানি, সে অর্থ দিয়ে একটা আধখানা হলদে -শাড়ি পরা মেয়ের বানে ভেসে যাওয়া একমাত্র তোবড়ানো হাঁড়ির দামটাও হবে না। So, I can’t help but turn my shamelessness to my fashion statement, and, – applying a dab of self-adulation on my face, I say, Here you go! This is my poem! Have a look! Please read it!
And please don’t forget
to Like it! Please Share it,
if you want to –
I am sure you will.

খুব সুন্দর। মনের খোরাকের জন্য একদম উপযুক্ত 😊😊😊
LikeLike
Absolutely amazing mam
LikeLike